শীতকালে চুল দ্রুত গজানোর সেরা উপায়

হ্যালো বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার আজকের এই শীতকালীন হেয়ার কেয়ার রেমিডিটি দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেমিডি শেয়ার করতে যাচ্ছি যেটি ইনশাআল্লাহ আপনাদের শীতকালীন সময়ে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করতে পারে।

শীতকালে চুল দ্রুত গজানোর সেরা উপায়


শিরোনাম :শীতকালে চুল দ্রুত গজানোর সেরা উপায়।


ভূমিকা :


শীতকালে চুলের ত্বকে উষ্ক,খুশকো ও শুষ্কতা দেখা দেয়, যা আপনর চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুলের সকল পুষ্টিগুনাগুন কমিয়ে দিতে পারে।এসময় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।তাই এসময়  আপনাদের চুলের  যত্ন নেয়ার কয়েকটি সেরা উপায় আজ আপনাদের সাথেি শেয়ার করবো । 


শীতকালে চুল দ্রুত গজানোর হেয়ার স্প্রে করার প্রয়োজনীয় উপকরণ :

  • ২কাপ পানি,
  • ২-৩ চামচ মেথিদানা,
  • ১-২ চামচ চা পাতি,
  • ২চামচ কালিঝিরা,
  • ১টি বড় পেঁয়াজ। 

শীতকালে চুল দ্রুত গজানোর হেয়ার স্প্রে ব্যবহার করার সঠিক নিয়ম :

~প্রথমে ১টি পাএে ২কাপ পানি,২-৩ চামচ মেথিদানা,১-২ চামচ চা পাতি,২চামচ কালিঝিরা,১টি বড় পেঁয়াজ কুচি, এসবকিছু একসাথে করে চুলায় বসিয়ে দিয়ে ২০-২৫ মিনিট জ্বাল দিয়ে এগুলোর মধ্যে থাকা সবরকম পুষ্টিগুনাগুন বের করে নিন।এরপর  এই সবগুলো উপাদানের কালো পানি বের হয়ে আসলে আপনারা একটা ছাকনি দিয়ে ছেকে এই পানি আলাদা করে একটি স্প্রে বোতলে ভরে মথার স্ক্যাল্পে সুন্দর করে চুল ভাগ করে করে স্প্রে করুন।আর স্প্রে করা শেষ হয়ে গেলে ৪৫ মিনিট রেখে দিতে পারেন আপনার চুলে।এরপর আপনারা শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর চুলে সারারাত ভিজিয়ে রাখা মেথির পানি দিয়ে আপনার চুলকে কন্ডিশনিং করে নিন।চুলে এটি কন্ডিশনার এর জন্য লাগিয়ে ৪-৫ মিনিট রেখে নরমাল পেইন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই হেয়ার টোনারটি ব্যবহার করতে পারেন। তবে মেথির পানির কন্ডিশনার পুরো সপ্তাহই ব্যবহার করতে পারেন। 

শীতকালে চুল দ্রুত গজানোর হেয়ার মাস্ক তৈরির উপকরন :

  • মেথি দানা পেস্ট ১কাপ,
  • ২টি পেঁয়াজের রস,
  • ৫-৭ টি শুকনো কারি পাতা বা মিঠা নিমের পাতার পেস্ট, 
  • ৮-১০ টি জবা ফুলের পাপড়ির পেস্ট,
  • ২টি ভিটামিন -ই ক্যাপসুল। 

শীতকালে চুল দ্রুত গজানোর হেয়ার মাস্ক ব্যবহার করার নিয়ম :

~মেথি দানা পেস্ট ১কাপ,২টি পেঁয়াজের রস,৫-৭ টি শুকনো কারি পাতা বা মিঠা নিমের পাতার পেস্ট, ৮-১০ টি জবা ফুলের পাপড়ির পেস্ট,২টি ভিটামিন -ই ক্যাপসুল এই সবগুলো উপাদানের পেস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার চুলের মধ্যে হেয়ার ব্রাশ দিয়ে  এপলাই করতে হবে আস্তে আস্তে। তারপর এই হেয়ার মাস্কটি ৪০-৪৫ মিনিটের জন্য চুলে রেখে দিতে হবে। এরপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং মেথির কন্ডিশনার টা ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দের যেকোনো ধরনের কন্ডিশনার ব্যবহার করতে পারেন।এই হেয়ার মাস্কটি সপ্তাহে ২ বার ইউজ করুন। 

শীতকালে চুল দ্রুত গজানোর সেরা উপায়ের শেষ কথা :-

শীতকালে চুল রুক্ষ হয়ে যায় বাতাসের তীব্র আর্দ্রতা থাকার কারনে, ফলে রুক্ষ স্ক্যাল্পের চুলের গোড়া অনেক নরম হয়ে চুল না গজিয়ে বরং চুল আরও পড়ে যেতে থাকে।তাই এই সমস্যাগুলোর জন্য আপনারা আজকের এই সাধারণ হেয়ার রেমিডিটি অনুসরণ করতে পারেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পেতে পারেন। 

বিশেষ একটি নোট:( যদি আপনারা এই হেয়ার কেয়ার রেমিডিটি ট্রাই করার পরে ও চুল না গজিয়ে পড়তে থাকে তাহলে আপনারা অবশ্যই একজন চুলের বিশেষজ্ঞের পরামর্শ নিন ও দ্রুত উনার শরণাপন্ন হোন)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url